‘আম্মু আমাকে বাঁচাও, আমার খুব ব্যথা লাগছে’। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কান্না করছিল আর বার বার এ কথাই বলছিল শিশু ঐশি (১২)। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় স্কেটিং সাইকেল নিয়ে খেলা করার সময় মর্মান্তিক এক দুর্ঘটনা শিকার হয় ঐশি। স্কেটিং সাইকেলের প্রায় ২ ফিট লম্বা স্টিলের হ্যান্ডেলটির সম্মুখ ভাগ তার পেটে ঢুকে যায়। প্রাথমিকভাবে সেটি আর পেট থেকে বের করা সম্ভব হয়নি। ওই অবস্থাতেই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে।

শিশু ঐশিদের বাসা ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ে। মোহাম্মদপুর ফায়ারসার্ভিসের লিডার কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের কাছে একটি খবর আসে অ্যাম্বুলেন্সের জন্য। পরে আমরা মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৪ তলা বাসা থেকে শিশুটিকে উদ্ধার করি। কয়েকটি হাসপাতাল ঘুরেও প্রাথমিক চিকিৎসা পাওয়া যায়নি। এরপর তাকে আমরা সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। শিশুটির অবস্থা ভালো নয়, পেটে ঢুকে যাওয়া স্কেটিং সাইকেলের হ্যান্ডেলসহ তাকে এখানে নিয়ে আসি।’

আহত শিশুর মা সোনিয়া ঢাকা পোস্টকে বলেন, ‘বাসার মধ্যে মেয়েটা খেলছিল। হঠাৎ স্কেটিং সাইকেলের হ্যান্ডেল ভেঙে পেটে ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিয়ে বিভিন্ন নামি দামি হাসপাতালে নিয়ে গেলেও কোনো চিকিৎসক পাইনি। সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমার মেয়ের অবস্থা ভালো নয়। সে কান্না করছে আর বলছে, ‘আম্মু আমাকে বাচাঁও, আমার অনেক ব্যথা করছে’। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে মেয়েটার। চিকিৎসক রক্তের ব্যবস্থা করতে বলেছেন, তার বাবা রক্ত ম্যানেজ করতে গেছে। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত তার অপারেশন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার ১ ছেলে ১ মেয়ের মধ্যে সে বড়। তাকে পিএসসি পাস করার পর মাদরাসায় ভর্তি করেছি।’

ঢামেক হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, ‘শিশুটির এখন জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। শুধু রক্তের ব্যবস্থা হলেই অপারেশন করা হবে। আমাদের ওটি রেডি আছে। এখনো কিছু বলা যাচ্ছে না। শিশুটির জ্ঞান আছে, কথা বলতে পারছে।’

এসএএ/এসএম/জেএস