রাজধানীতে বাসের ধাক্কায় আহত ৩
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ভিক্টর বাসের ধাক্কায় রিকশাচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-সাগর (৩০), সজল (২২) ও রিকশাচালক সিরাজুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুপুর ১টার পর তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আহত সাগরের স্ত্রী শারমিন আক্তার ঢাকা পোস্টকে জানান, কুড়িল বিশ্বরোডে রিকশায় করে যাওয়ার সময় ভিক্টর পরিবহন নামের একটি বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে নেওয়া হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সজলের অবস্থা গুরুতর।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তিনজন আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত তিনজনের মধ্যে সজলের অবস্থা আশঙ্কাজনক। দুইজন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/ওএফ