ক্ষুদে বার্তা ছড়িয়ে করোনাভাইরাসের টিকা দ্রুত প্রাপ্তির আশ্বাস দেওয়ার নামে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এ প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে চক্রটি।

এসব অভিযোগের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ চক্রের সদস্য আটক করেছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষুদে বার্তা ছড়িয়ে করোনাভাইরাসের টিকা দ্রুত প্রাপ্তির আশ্বাস দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের সদস্য আটক করেছে র‍্যাব।

কতজনকে আটক করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এমএসি/এসএসএইচ