নির্বাচন কমিশনের প্রবেশপথে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন সচিবালয়। 

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে গণমাধ্যমকর্মীদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার মধ্যেই এ উদ্যোগ নিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর আগে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গত রোববার কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হন। পরে নির্বাচন কমিশন বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা মঙ্গলবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতারা বক্তব্য দেন। এছাড়া নির্বাচন কমিশন বিটে কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

তদন্ত কমিটি গঠনের বিষয়ে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ওই দিন ঘটনা কী ঘটেছিল, তা জানতে দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা আমাকে রিপোর্ট দেবে। 

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এ ঘটনা তদন্তে যুগ্মসচিব মো. কামাল উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি।

এসআর/আরএইচ