ডিএনসিসি-ডিএসসিসির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
এডিস মশার লার্ভার বিস্তার রোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২৩টি মামলায় চার লাখ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের ১১টি মামলায় সর্বমোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ছয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি মামলায় এক লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় এক লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে চারটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১০টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ তিন লাখ পাঁচ হাজার টাকা।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ডিএসসিসির আওতাধীন অঞ্চল ১ থেকে ৪ ও ৮ থেকে ১০ এ ৬টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০১টি নির্মাণাধীন স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১২টি মামলায় এক লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এএসএস/এসএসএইচ