চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৫৪ শতাংশ।

বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল দুই জনের, শনাক্ত হয়েছিলেন ২০৫ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১০৬ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ায় এক, আনোয়ারায় এক, বাঁশখালী এক, চন্দনাইশের দুই, বোয়ালখালীতে এক, রাউজানে এক, হাটহাজারীতে ২৪, সীতাকুণ্ডে তিন ও সন্দ্বীপে চার জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৮৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭২ হাজার ৩৩৪ জন। বাকি ২৭ হাজার ১৫২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃতদের একজন চট্টগ্রাম নগরের, বাকি চার জন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৪৩ জন।

কেএম/এসএসএইচ