ড. এ কে আব্দুল মোমেন (বাঁয়ে) ও ডামিনিক রাব (ডানে)

বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেক্সিট ও কোভিড পরবর্তী নতুন কৌশলগত রূপরেখা প্রণয়নে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব। 

মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, লন্ডনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। বুধবার ড. মোমেনকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

হাইকমিশনার বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে প্রথমবারের মতো বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা, নভেম্বরের শুরুতে গ্লাসগোতে হতে যাওয়া কপ-২৬ সম্মেলনের আগে সিভিএফের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ইউকে প্রেসিডেন্সিতে নিজেদের বিষয়গুলো তুলে ধরার সুযোগ পাচ্ছে। বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও এ ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা থাকবে।

সাইদা মুনা তাসনিম বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে ড. মোমেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আলোচনায় বিশেষ করে, ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সম্পর্ক, টিকা সহযোগিতা, কোভিড-পরবর্তী নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব ও করোনা ইস্যুতে বাংলাদেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বের করার বিষয়টি থাকবে। এছাড়া বাংলাদেশি ব্রিটিশ প্রবাসী এবং বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ নিয়ে আলোচনা হবে। 

হাইকমিশন জানায়, ডামিনিক রাবের সঙ্গে সাক্ষাতের আগে ড. মোমেন ৯ নম্বর ডাউনিং স্ট্রিটে কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় বৈঠক ছাড়াও মোমেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় থিংক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে ‘ফোরজিং এ সিভিএফ-কপ২৬ ক্লাইমেট সলিডারিটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে জলবায়ু ইস্যুতে বক্তব্য দেবেন, যার আয়োজন করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন ও চাথাম হাউস। অনুষ্ঠানে মালদ্বীপের স্পিকার এবং প্রাক্তন রাষ্ট্রপতি সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডর মোহাম্মদ নাশিদসহ অন্যান্য সিভিএফ অ্যাম্বাসেডর এবং হাইকমিশনার ও জলবায়ু বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

হাইকমিশন আরও জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ও অহিংসার দর্শনের প্রতি উৎসর্গীকৃত এবং তার জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল লন্ডনে একটি শান্তি কেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সফরে মোমেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করবেন। সেখানে গিয়ে বঙ্গবন্ধু গ্রন্থাগার, বঙ্গবন্ধুর শতবর্ষের পোর্ট্রেট, বঙ্গবন্ধু কনস্যুলার সপ্তাহ ও হাই কমিশনের বর্ধিত অংশের উদ্বোধন করবেন তিনি। এছাড়া কয়েকজন ব্রিটিশ এমপি ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আয়োজনে যোগ দেবেন তিনি।

এনআই/আরএইচ