ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক মাসের জন্য সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

এ ৬ কর্মকর্তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সংযুক্তি দিয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৬ জন কর্মকর্তাকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮’ এর ১০ (৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্টের তফশিলভুক্ত আইনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়াসহ তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী এক মাসের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে সংযুক্তি দেওয়া হলো।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন : শিল্প মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব দীপঙ্কর রায়, ঢাকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুজ্জামান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) রায়হান আহমেদ, পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আলী রাজিব মাহমুদ মিঠুন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ সাইফুর রহমান। তারা আগামী ২ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনে যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এসএইচআর/এসকেডি