অস্ত্র-মাদকসহ দুই ব্যবসায়ী আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি যাত্রীবাহী বাসে ফেনসিডিলের চালান নিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা আসছে।
বিজ্ঞাপন
তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল মঙ্গলবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মো. মনির হোসেনকে (২৪) আটক করা হয়।
এ সময় মনিরের ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বাড়ি মাদারীপুরের কালকিনী থানার সাহেব রামপুর আন্ডার সর্দারবাড়ী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে সে ফেনসিডিল পাচার করে আসছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদকসহ মোসলেম উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিকেলে যাত্রাবাড়ী র্যাব-১০ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএইচএস