নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে মহিলা ও শিশু মন্ত্রণালয়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে আগামী ৩১ সেপ্টেম্বর প্রস্তুতিমূলক একটি সভা অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ-সচিব ছাড়াও বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
সভায় নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার বিষয় ছাড়াও ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এসএইচআর/এমএইচএস