ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিক্ষুদ্ধ বাসিন্দাদের পক্ষ থেকে মেয়রকে এডিসের লার্ভা উপহার দেওয়ার কর্মসূচি পালন করতে উপস্থিত নগর ভবনের সামনে আসেন একদল লোক।

রোববার (২৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এসে জড়ো হন পুরান ঢাকা থেকে আসা এসব মানুষ। এডিসের লার্ভা মেয়রকে উপহার দেওয়ার কর্মসূচি হলেও লার্ভা নিয়ে নগর ভবনের ভেতরে প্রবেশ করেননি তারা। কর্মসূচি শেষ করে লার্ভা ভর্তি কাঁচের পাত্রটি ফুটপাতে রেখে যেতে দেখা যায় একজনকে।

নগর ভবনের সামনে জড়ো হওয়া লোকজন দাবি করেন, পুরান ঢাকার ঘরে ঘরে ডেঙ্গুর ছড়াছড়ি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিটি এলাকায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। কিন্তু করপোরেশনের কোনো কর্মী কাজ করছে না। তারা দেখেও যেন দেখছে না। এ অবস্থায় বিক্ষুদ্ধ পুরান ঢাকার বাসিন্দারা মেয়রকে এডিসের লার্ভা উপহার দেওয়ার এ কর্মসূচির আয়োজন করেছে। তারা বলছেন, এটি একটি প্রতীকী কর্মসূচি। এর মাধ্যেমে ডেঙ্গু বিষয়ে প্রতিবাদ জানাতে চান তারা।

এদিকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ১৫/২০ জনের দলটির সদস্যরা, যারা নিজেদের পুরান ঢাকার বাসিন্দা দাবি করছেন তারা সাংবাদিকদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। একটি কাঁচের পাত্রে এডিসের লার্ভা এনে তারা বলেছেন, পুরান ঢাকা ডেঙ্গু রোগীতে ছেয়ে গেছে। প্রতিটি এলাকায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যর্থ হয়েছে।

পুরান ঢাকা থেকে আসা সমাজকর্মী আলাউদ্দিন বলেন, আমাদের পুরান ঢাকায় এডিস মশা বিস্তার লাভ করেছে। চারদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। যেখানে সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আমরা সাধারণ নগরবাসী প্রতিবাদ স্বরূপ এডিসের লার্ভা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে উপহার দিতে এসেছি।

কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নগর ভবনের সামনে উপস্থিত হয়েছেন রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান, যিনি ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে এমডিকে খাওয়াতে চেয়ে আলোচনায় এসেছিলেন।

মিজানুর রহমান বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। যেভাবে দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে, তাতে নগরবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় পুরান ঢাকার বাসিন্দারা এভাবে মশার লার্ভা মেয়রকে উপহার দিতে এসেছেন, তাই আমি তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে উপস্থিত হয়েছি।

এডিসের লার্ভা মেয়রকে উপহার দেওয়ার কর্মসূচি হলেও পুরান ঢাকার এসব বাসিন্দা লার্ভা নিয়ে নগর ভবনের ভেতরে প্রবেশ করেননি। কর্মসূচি শেষ করে নগর ভবনের সামনে থেকে চলে গেছেন তারা। এডিসের লার্ভা ভর্তি যে কাঁচের পাত্রটি তারা এনেছিলেন, সেটি নগর ভবনের বিপরীত দিকের ফুটপাতে রেখে একজন চলে যাচ্ছিলেন। তখন সেখানে উপস্থিত হন পুরান ঢাকার তথা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর।

তিনি এডিসের লার্ভার সেই কাঁচের পাত্রটি হাতে তুলে নিয়ে বলেন, তারা কাজটি করেছে শুধু সিটি করপোরেশনের সেবা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে। আমি পুরান ঢাকার কাউন্সিলর, তারা যেভাবে বলছে সেই অর্থে পুরান ঢাকায় ডেঙ্গু রোগী নেই, মশার বিস্তার নেই। আমরা মশক নিধনে, এডিসের লার্ভা ধ্বংসে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। যারা এখানে এসে কর্মসূচিতে দাঁড়িয়েছে, পুরান ঢাকার কাউন্সিলর হয়েও আমি তাদের চিনতে পারছি না। তারা কী উদ্দেশে এমন কর্মসূচি এখানে পালন করতে এসেছে, এটা বুঝতে পারলাম না।

এদিকে শনিবার (২৮ আগস্ট) নতুন করে ২৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে শনিবার ২১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন।

এর আগে শুক্রবার ১৮৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১৫ জন। সে হিসেবে শুক্রবারের তুলনায় শনিবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৮১ জন।

শনিবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এএসএস/এসএসএইচ