দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। এ লক্ষ্যে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা শুরুর প্রস্তুতি শেষ হয়েছে। কিছুক্ষণ পর ভায়াডাক্টের ওপর প্রথম মেট্রো ট্রেন চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের‌। 

সড়কমন্ত্রী রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছেন। তিনি ডিপো এলাকায় দাঁড়িয়ে থাকা মেট্রোরেলের ভেতরে ঢুকে পুরো ট্রেন ঘুরে দেখেছেন। ট্রেনটি একটু পর ২৫ কিলোমিটার গতিবেগে পল্লবীর উদ্দেশ্যে উত্তরা ডিপো থেকে ছেড়ে যাবে। 

ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। মেট্রোরেল পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে যুক্তরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান জানিয়েছেন, প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা মেট্রোরেল চালানো হয়েছে।  উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চালানো হয়েছে। তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। মেট্রোরেল চালানোর সময় পরপর স্টেশনগুলোতে ট্রেন থামানোর হয়েছে, সবকিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে।

মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেয়ালবেষ্টিত। এ কারণে পথচারীরা মেট্রোরেল চলাচল দেখতে পাবেন না। তবে সংশ্লিষ্ট সড়কের পাশে উঁচু ভবন থেকে অনেকে এ ট্রেন চলাচল দেখতে পাবেন।

পিএসডি/এসএসএইচ