রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা মাঠ এলাকায় যাত্রী সেজে রিকশায় উঠে চালক আনছার আলীকে (৬৫) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।

রোববার (২৯ আগস্ট) ভোরে রিকশা নিয়ে বের হলে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তার চিকিৎসা চলছে।

আহত আনছার আলীর স্ত্রী পারভীন ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাসা শ্যামপুরে। ফজরের নামাজ পড়ে রিকশা নিয়ে বের হন তিনি। গেন্ডারিয়া যাবে বলে দুজন যাত্রী রিকশায় উঠে। গেন্ডারিয়া এলাকার ধুপখোলা মাঠের রাস্তায় পৌঁছালে তারা পেছন থেকে পেটে, হাতে ও পিঠে ছুরিকাঘাত করে ফেলে দিয়ে রিকশা ও সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পথচারীরা বাসায় নিয়ে আসে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমরা গরিব মানুষ। স্বামী রিকশা চালায়, সেই আয়ে সংসার চলে। তাও নিয়ে গেল। এদিকে আমার স্বামীর অবস্থাও ভালো না। আমরা শ্যামপুরে হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গেন্ডারিয়া থেকে রিকশা চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছে। এখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করেছি।

এসএএ/এসএসএইচ