বাণিজ্যিক ভবন মালিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান মালিকদের অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রাথমিক উদ্যোগ নিতে হবে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গুলশান নগরভবনে আয়োজিত অগ্নি নিরাপত্তা-আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমরা কেউ চাই না যে অগ্নিকাণ্ড ঘটুক, আর আমাদের জান-মালের ক্ষতি হোক। ব্যবসায়ীরাই ভালো জানেন যে আপনাদের প্রতিষ্ঠানে কোথায় ‘রিস্ক’ আছে। একজন পাবলিক যখন আপনাদের দোকানে আসছেন তখন তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনার। সে আস্থা নিয়েই আপনাদের দোকানে ঢুকছে, যে তিনি এখানে নিরাপদ। তাই প্রাথমিক দায়িত্ব আপনারা গ্রহণ করুন। যা সমস্যা আছে তা আমাদের জানান আমরা সমাধানের উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, ফায়ার সেফটি নিশ্চিত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, কার্যক্রম জরুরি। তবে আমাদের শর্টটার্ম কিছু কাজও কিন্তু আমাদের আছে। ঢাকা শহরে অনেক দোকান, ভবন কিন্তু অগ্নি নিরাপত্তার দিক থেকে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভবনের ফায়ার সেফটি নিশ্চিতে ঋণের প্রয়োজন হলে সরকার তা দিতে রাজি আছে। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফায়ার সেফটি নিশ্চিত না করলে আমরা চাপ প্রয়োগ করবো।

সালমান এফ রহমান বলেন, ফায়ার সেফটি বিষয়ক কমিটি গঠন করে দেওয়ার পর আমাদের জাতীয় কমিটির কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে সাব কমিটির কাজ চলছে। এ কমিটিতে বিশেষজ্ঞদের মতামত ও তাদের সম্পৃক্ত করা হচ্ছে। এখন ফায়ার সেফটি নিশ্চিত করতে বিভিন্ন স্থানে যেতে হয়, অনেকে এ ভোগান্তির জন্য ফায়ার সেফটি নিশ্চিত করতে চায় না। তাই আমরা চাই ফায়ার সেফটি নিশ্চিত করতে একজনকে যেন বিভিন্ন জায়গায় না গিয়ে, এক জায়গা থেকেই যেন সব সেবা পাওয়া যায়। সবাইকে নিজ নিজ মার্কেটের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারও ওপর দায় না চাপিয়ে, নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ হেলালী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র সচিব সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রি. জেনারেল সাজ্জাদ হোসাইন, রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবীবসহ রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমলের প্রতিনিধিরা।

এএসএস/এসএম