বাংলাদেশি বিনিয়োগকারীদের দক্ষিণ আফ্রিকায় পোশাক, টেক্সটাইল ও পাদুকাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইব্রাহিম প্যাটেল। 

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আফ্রিকায় সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব দেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকার বাণিজ্য ও শিল্পমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ড. মোমেন জানান, বাংলাদেশের বিনিয়োগকারীরা আফ্রিকান কিছু দেশে বিনিয়োগ করছে। দক্ষিণ আফ্রিকার সরকার যদি এসব দেশের নিয়মে বিনিয়োগের জন্য বাংলাদেশি বিনিয়োগকারীদের চুক্তি বাড়িয়ে দেন, তবে বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারে। 

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা রয়েছে সেগুলো তুলে ধরেন।

ভার্চুয়াল বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী বর্তমানে দেশটিতে সরকার কর্তৃক গৃহীত অর্থনৈতিক নীতি সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগের সুযোগ দেখতে দেশটি সফরের পরামর্শ দেন। 

উভয় মন্ত্রী বৈঠকে বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর ও বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসব ব্যাপারে দুজনই সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হন। 

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক যুগে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা আফ্রিকান মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশ যে মিয়ানমার থেকে বিতাড়িত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রেখেছে তা অবহিত করেন।

ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনারও উপস্থিত ছিলেন। 

এনআই/ওএফ