নকল লুব্রিকেন্ট-খাদ্য মজুদ-বিক্রি : জরিমানা ৩০ লাখ
ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় নকল লুব্রিকেন্ট, নকল তার এবং ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পৃথক অভিযানে ছয় প্রতিষ্ঠানকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে।
বিজ্ঞাপন
এসময় ভ্রাম্যমাণ আদালত ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে তাসফিয়া বেকারিকে এক লাখ টাকা, আল্লাহর দান বেকারিকে দুই লাখ টাকা, বি-বাড়িয়া বেকারিকে তিন লাখ টাকা ও ইয়াগো ফুড অ্যান্ড অ্যাগ্রোকে তিন লাখ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেন।
একই রাতে পৃথক অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে অপর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত এলাকায় নকল লুব্রিকেন্ট, নকল তার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রি করার অপরাধে কোয়ালিটি ক্যাবল ইন্ডাস্ট্রিকে ২০ লাখ টাকা ও বিসমিল্লাহ লুব্রিকেন্টকে এক লাখ টাকা করে দুটি প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভেজাল মাখন (বাটার) ধ্বংস করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল লুব্রিকেন্ট, নকল তার এবং ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।
জেইউ/জেডএস