বিবিএসের ছক ক্রয় কমিটিতে নস্যাৎ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বেশি দামে ৪ লাখ ট্যাব কেনার ছক ক্রয় কমিটির সভায় নস্যাৎ হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় ট্যাব কেনার বিষয়ের আবেদন বাদ দিয়ে রিটেন্ডারের সিদ্ধান্ত দিয়েছে কমিটি। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ট্যাব কেনার বিষয়টিতে ত্রুটি ধরা পড়েছে। এজন্য এটি বাতিল করে রিটেন্ডারের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
টেন্ডারে অংশগ্রহণ করা দুটি কোম্পানির ব্যয়ের পার্থক্য কত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের কাছ থেকে ট্যাব কিনতে সুপারিশ করেছিল বিবিএস-এর মূল্যায়ন কমিটি। যার ফলে সভায় ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের তথ্য উপস্থাপন করা হয়েছে। বাকি আরেকটি কোম্পানির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, এছাড়া চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইভাকুয়েশনের জন্য ‘মাতারবাড়ি বাঁশখালি মদুনাঘাট ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন’ প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিলের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এর আগে, ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের আওতায় ডিজিটাল জনশুমারির জন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাব ও ৭২টি এসি কিনতে টেন্ডার আহ্বান করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই টেন্ডার আহ্বানের পক্ষে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেন্ডারে অংশগ্রহণ করেছিল। ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ৫৪৮ কোটি ৭৩ লক্ষ ১৭ হাজার ৭০ টাকায় এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪০২ কোটি টাকায় টেন্ডারে অংশগ্রহণ করেছিল।
উল্লেখ্য, ই-জিপির নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে। কিন্তু বিবিএস ১৪৬ কোটি টাকা বেশি দরদাতা ‘ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড’কে কাজ দিতে চেয়েছিল। ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছিলেন।
এসআর/এইচকে