জাতিকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। 

বুধবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে সরকারের উদ্দেশে শিক্ষার্থীরা বলেন, আপনারা বারবারই বলেছেন বাংলাদেশ ডিজিটাল হয়েছে। একদিকে ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, অন্যদিকে মোবাইলের কল রেট ও ইন্টারনেটের দাম বাড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে গেলে কল ডিসকানেক্ট হয়ে যায়, বাফারিং হয়। যার ফলে সঠিকভাবে আমরা ক্লাসে যুক্ত হতে পারি না। আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করেছেন, পরীক্ষা বন্ধ করেছেন। আপনারা চাইলেই করোনাকালীন সময় ইন্টারনেট সবার জন্য সহজ করে দিতে পারতেন। ভর্তুকি দিয়ে সবার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারতেন। কিন্তু সেটি করেননি।

তারা দাবি জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিন। আপনাদের মন্ত্রণালয়, জাতীয় সংসদ যদি চলতে পারে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানও চলবে। দেশের সব শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায় নামলে কিন্তু আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল সম্রাট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল উদ্দিন জালাল, চাকরির বয়স ৩৫ প্রত্যাশীর সাংগঠনিক সম্পাদক ইউসুফ জামিল প্রমুখ।

এমএইচএন/জেডএস