রাজধানীতে ভাগ্যকুল সুইটস ও ক্যালিফোর্নিয়া চিকেনকে জরিমানা
ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও বিধি মোতাবেক পণ্যের মোড়কজাত সনদ না নিয়ে পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করার অপরাধে ভাগ্যকুল সুইটস অ্যান্ড বেকারি এবং ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে ভাগ্যকুল সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার রুবিনা আখতার উপস্থিত ছিলেন।
এসআই/এইচকে