খুলশীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় তুচ্ছ ঘটনায় মো. আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লালখান বাজার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
বিজ্ঞাপন
তিনি বলেন, আব্দুল মালেক নামে একজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, বাসার সামনে ময়লা ফেলা নিয়ে প্রতিবেশী আবদুল্লাহর পরিবারের সঙ্গে মালেকের ঝগড়া হয়। একপর্যায়ে মালেকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। আহত মালেককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আবদুল্লাহ পলাতক রয়েছে।
কেএম/এসএসএইচ