রাজউকের অভিযানে ১৩ ভবন মালিককে ২০ লাখ টাকা জরিমানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষ অভিযানে ১৩টি ভবনের মালিককে ১৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) রাজউকের আওতাধীন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ ও নির্মাণ কাজ তদারকি করতে রাজউকের আওতাধীন আট জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।
এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৪টি নির্মিত ও ২৭টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৩টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ছয়টি ভবনের মালিককে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে ও কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলেও জানান মোবারক হোসেন।
এএসএস/ওএফ