চোরাই মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স বানিয়ে রোগী পরিবহন
রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাসসহ মো. হাসান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
শনিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
বিজ্ঞাপন
সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, কিছু দুষ্কৃতিকারী ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি চোরাই মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হাসান চোরাই টয়োটা হায়েস মাইক্রোবাসের ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তনসহ মোডিফিকেশনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।
গ্রেফতার হাসানের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসএসএইচ