বাংলাদেশ সরকার ও উদ্যোক্তাদের দক্ষিণ সুদানে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট।

শনিবার (২১ আগস্ট) দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দেশটির প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এমন আমন্ত্রণ জানান সুদানের প্রেসিডেন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সুদানের প্রেসিডেন্ট স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে দক্ষিণ সুদানে অসামান্য অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেন। তিনি দেশটির বর্তমান অবকাঠামো এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের জন্যও বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেন। সালভা কির ড. মোমেনকে জানান, দেশটির পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারে। ঢাকা ও জুবার কূটনৈতিক সম্পর্ক জোরদারে আরও উদ্যোগ নেবেন বলেও জানান সালভা। এছাড়া তিনি মোমেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের কথা সালভাকে অভিহিত করেন। বৈঠকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী কৃষি, আইসিটি, শিক্ষা, সামরিক সহযোগিতাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আরও জোরদার করতে সম্মত হন। পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট সালভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

একই দিন মোমেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী ড. মরিয়ম আল-সাদিক আল-মাহদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। সুদানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, বিশেষ করে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধু কন্যার ভূয়সী প্রশংসা করেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত করতে সম্মত হন।

এনআই/এসএসএইচ