সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ
জীবাণুনাশক ফ্যামিসেফ ও উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত লারকাডিপ ট্যাবলেটের মতো বিভিন্ন সংবেদনশীল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতাল।
শনিবার (২১ আগস্ট) রাজধানীর গ্রিন রোডে অভিযানকালে হাসপাতালটির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী পরিচালক মাগফুর রহমান।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, অধিদফতরের পক্ষ থেকে প্রতিদিন ভোগ্যপণ্যের বাজার, খাদ্য-পণ্যের কারখানা ও বিক্রয় প্রতিষ্ঠান, পেট্রলপাম্প, ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। তবে ওষুধের বিষয়টিতে আমরা বেশি গুরুত্ব দিই, কারণ এটি মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত। একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। এছাড়া এখন মহামারির সময়ে এটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, আমরা আজকে গ্রিন রোডের সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। এ সময় তাদের ফার্মেসিতে ফ্যামিসেফ, লারকাডিপের মতো বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি। গত জুলাই মাসে মেয়াদ শেষ হয়েছে এমন অনেক ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ অপরাধে তাদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করেছি আমরা।
তিনি জানান, ভোক্তা অধিদফতরের মূল উদ্দেশ্য জরিমানা নয়, মানুষকে সচেতন করা। আমরা আজকে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি।
এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসির দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, আমরা সব সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে রাখি। অসাবধানতাবশত কয়েকটি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে ছিল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে আর এ ধরনের ভুল করব না।
এসআই/এসকেডি