শান্তিরক্ষীরা বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সহায়তা করছে
বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালনরত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশের গভর্নর ওয়ায়ের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশের গভর্নর দেশটিতে বাংলাদেশের শান্তিরক্ষীদের মানবিক সেবার প্রশংসা করেছেন। গভর্নর ওয়ায়ে শিক্ষা, আইসিটি ও কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রে ওয়াউ প্রদেশ এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।
এ সময় প্রাদেশিক গভর্নর ড. মোমেনকে বলেন, বাংলাদেশ কন্টিনজেন্টে আরও নারী কর্মী মোতায়েন করা যেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের জন্য তিনি গর্বিত। তিনি গভর্নরকে জানান, তার দক্ষিণ সুদান সফরের উদ্দেশ্য হচ্ছে, দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও সম্পৃক্ততা বৃদ্ধি করা।
ড. মোমেন সুদানের ওয়াউ প্রদেশে অবস্থান করা বাংলাদেশ দল (ব্যানব্যাট-৪) পরিদর্শন করেন। বাংলাদেশের শান্তিরক্ষীরা পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে, তারা ওয়াউতে সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। শান্তিরক্ষীরা ওয়াউয়ের স্থানীয় লোকদের বিশেষ করে ওষুধ ও পশুচিকিৎসায় সহায়তা দিয়ে থাকেন।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছে দক্ষিণ সুদানের অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এনআই/ওএফ