ড. ইউনূসের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে চক্রান্তের অভিযোগ
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে চক্রান্তের অভিযোগ করেছে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা।
শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিবিএর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ড. ইউনূস গ্রামীণ টেলিকমের শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত করাসহ ট্রেড ইউনিয়ন ধ্বংসের জন্য ঢাকা লজিস্টিক নামক একটি লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন। এই লবিস্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় ট্রেড ইউনিয়ন ধ্বংস ও শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করতে স্টেক হোল্ডার হিসেবে সরকারের সৎ ও ন্যায়পরায়ণ উচ্চপর্যায়ের ব্যক্তিদের ছবিসহ নাম ব্যবহার করে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে, যা ড. ইউনূসের নীল নকশারই অংশ।
ফিরোজ মাহমুদ বলেন, উক্ত চক্রান্তের অংশ হিসেবে ঢাকা লজিস্টিকের ব্যবসায়িক রেজিস্ট্রেশন বাতিলসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
গ্রামীণ টেলিকমের কর্মীদেরকে যথারীতি কাজ ও দায়িত্ব দিয়ে ডাব্লিউপিপিএফ'র প্রাপ্য অংশ কর্মী ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর প্রতি আবেদন জানান শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, ইউনি গ্লোবাল ইউনিয়নের সভাপতি আমজাদ আলী খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমীন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের যুব বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম মাহমুদ সোহাগ প্রমুখ।
এমএইচএন/ওএফ