বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। এ চালা‌নে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা র‌য়ে‌ছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট জাপা‌নের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টিকাগু‌লো শ‌নিবার ঢাকায় পৌঁছা‌বে। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত শাহাবু‌দ্দিন আহমেদ সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

দূতাবাস আরও জানিয়েছে, জাপা‌নের উপহা‌রের ৩০ লাখ টিকার ম‌ধ্যে এ চালানসহ মোট ২৪ লাখ টিকা বাংলাদে‌শে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। 

এনআই/আরএইচ