সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ওপর ভর্তুকি দেওয়ার আবেদন শুক্রবার (২০ আগস্ট) থে‌কে ব‌ন্ধের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। 

শুক্রবার ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

বো‌র্ডের এক কর্মকর্তা জানান, বৃহস্প‌তিবার (১৯ আগস্ট) বোর্ডের মহাপরিচালক সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একটি চিঠি দিয়ে স্থগিত রাখার নির্দেশনা দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ চলমান আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রমটি আগামী ২০ আগস্ট থেকে নির্দেশক্রমে স্থগিত করা হলো।

ওয়েজ আর্নার্স বোর্ডের চিঠি পে‌য়ে সৌদির জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৃহস্প‌তিবার (১৯ আগস্ট) এ নি‌য়ে এক বিজ্ঞ‌প্তি‌তেও একই তথ্য জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতেও একই কথা উল্লেখ করা হয়েছে।

এনআই/এনএম