চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীনকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল খুলনা রেঞ্জ। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। 

ওই আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। 

সৃজনশীল বিভিন্ন মানবিক কাজের জন্য তিনি দেশজুড়ে আলোচিত হন। বিশেষত, করোনাকালে তার বিভিন্ন মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। তার বিনামূল্যে টেলি মেডিসিন সেবা হ্যালো ডাক্তার, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা হ্যালো অ্যাম্বুলেন্স, হ্রাসকৃত মূল্যে ওষুধের ভ্রাম্যমাণ দোকান আমার ফার্মেসি, লকডাউনে মানুষের বাড়ি বাড়ি বাজার দেওয়ার ডোর টু ডোর শপ, করোনা প্রতিরোধী বাজার, ফ্রি ইফতার অ্যান্ড সেহরি শপ, ফ্রি ঈদ বাজারের মতো উদ্যোগ করোনায় মানুষের কাছে আস্থাশীল করেছে। 

মসজিদ পুলিশিং, মন্দির পুলিশিং, নৈশ প্রহরীদের প্রশিক্ষণের নৈশ স্কুল এবং মাদকমুক্ত এলাকা ঘোষণার মাধ্যমে অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ নতুন মডেল দাঁড় করিয়েছেন তিনি। তবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন তার আবিষ্কার ‘হ্যালো ওসি’র জন্য। মানুষের ঘরে ঘরে থানা নিয়ে যাওয়ার অভিনব এ উদ্যোগের জন্য তিনি প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। এছাড়া নারী অপরাধীদের সুপথে ফেরানোর স্বীকৃতি হিসেবে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন তিনি।

মোহাম্মদ মহসীন ২০০৫ সালে এসআই হিসেবে যোগ দেন সিএমপির খুলশী থানায়। সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ওসি থাকার আগে কোতোয়ালি থানা, বাকলিয়া থানা, ডবলমুরিং থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন তিনি।

কেএম/এসকেডি