টিকা নিয়ে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় এক দবির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯) সকাল সাড়ে ৯টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু স্বাস্থ্য মাতৃসদন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দবির উদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসা রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে আমি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। মাতৃসদনের সামনে আসলে লোকজনের জটলা দেখতে পাই। দেখি এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। লোকজন জানান, লাব্বায়েক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়েছে। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে সকাল সাড়ে ১০টায় নিয়ে আসি। এরপর বেলা ১২ টায় ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মোবাইল থেকে ফোন করে পরিবারকে বিষয়টি জানালে তারা হাসপাতালে আসেন।

নিহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মাতুয়াইল শিশু স্বাস্থ্য মাতৃসদনে করোনার টিকা নিতে ডেমরা থেকে আসেন। পরে টিকা নিয়ে বাসায় ফেরার পথে লাব্বায়েক পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।এক পথচারী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি