সংগৃহীত প্রতীকী ছবি

সাম্প্রতিক সময়ে আলোচিত মা ও মেয়েকে ভারতে পাচারকারী চক্রের দুই মূলহোতাসহ মোট তিন জনকে আটক করেছে র‍্যাব। আটকদের মধ্যে মূলহোতা কাল্লু এবং সোহাগ রয়েছেন। তারা কাল্লু-নাগিন সোহাগ, মামা-ভাগিনা, কালা-নাগিন নামেও পরিচিত। আটক তৃতীয়জনের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৬ আগস্ট) র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে মিরপুর ১২ নম্বর শাহ পরান ক্যাম্পের তরুণী খুশিকে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে কাল্লু-সোহাগের পাচার চক্র। তাকে খুঁজতে নানা তৎপরতা চালালেও পায়নি মা। ঘটনার কিছুদিন পর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে খুশি তাকে জানায় সে ভারতে আছে। সে তার মায়ের কাছে বাঁচার আকুতি জানায়। উপায় না দেখে মেয়েকে বাঁচাতে মা নিজেই বিক্রি হয়ে যান পাচারকারী চক্রের কাছে। পাচারকারী চক্রের সদস্য কাল্লুর সহযোগিতায় তিনি ভারত যান। ভারতের কিশোরগঞ্জের পাঞ্জিপাড়ার একটি পতিতা পল্লী থেকে মেয়ে খুশিকে উদ্ধার করে কয়েক মাস পর তিনি বাংলাদেশে আসেন।

পরে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে আসামিদের উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ইমরান খান জানান, এ ঘটনার বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

এআর/এসএসএইচ