আফগানিস্তানে ব্র্যাকের প্রায় ৩ হাজার কর্মী কাজ করছে। দেশটির বর্তমান সংকট বিবেচনায় কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে ব্র্যাক। সংস্থাটি জানায়, সেখানে থাকা কর্মীদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

শুক্রবার (১৩ আগস্ট) ব্র্যাকের হেড অফ মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলিশেনস, কমিউনিকেশন রাফে সাদনান আদেলর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার শুরুর পর দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।

ব্র্যাক জানায়, গত ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

দেশটির ১০টি প্রভিন্সে প্রায় তিন হাজার কর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে আফগানিস্তানের বাইরে ছিলেন। তাদের কাবুলে ফিরতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে তিনজন কাবুল থেকে আজ (১৩ আগস্ট) বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বাকি ৬ জনের আগামী ২২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

এনআই/এমএইচএস