রাজধানীর সুত্রাপুর থানা এলাকার ন্যাশনাল হাসপাতালের ছয় তলা থেকে পড়ে মো. হাবিবুর রহমান (১৮) নামে এক ডেঙ্গু রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় এই ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. সোহাগ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিল। সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তার শরীর ভাল ছিল না। একা একা যন্ত্রণায় চিৎকার করত। আমি বাবা-মাকে বাসায় পাঠিয়ে ওর জন্য খাবার আনতে যাই। এসে শুনি সে ছয় তলা থেকে পড়ে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর নেই।

তিনি আরও জানান, আমার ভাই দক্ষিণ বনশ্রী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। আমরা সবুজবাগ থানার বাসাবোর মাদারটেক এলাকায়। আমার বাবার নাম আলমগীর হোসেন।

প্রতিবেশী নুরু ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শরীর ভাল যাচ্ছিল না। অসুস্থ হওয়ার পর থেকে সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। পরে রাতে তার বাবা-মা ও ভাই বের হয়ে গেলে সবার অগোচরে ছয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ডেঙ্গুতে আক্রান্ত হাবিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সে ৬ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সুত্রাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে।

এসএএ/ওএফ