মডার্নার টিকা নিতে উপচে পড়া ভিড়
করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে আজ থেকে (১২ আগস্ট)। একইসঙ্গে আজ থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে। শেষ দিনে মডার্নার টিকা নিতে ভিড় করেছেন রাজধানীর মানুষ। উপচে পড়া মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
তাদের এ কাজে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর শাহবাগে দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মডার্নার ট্কিা নিতে ভিড় করছেন সাধারণ মানুষ। টিকা গ্রহীতাদের অতিরিক্ত চাপের কারণে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। এ সময় কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে মাইক হাতে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার ঘোষণা দিতে দেখা যায়।
কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের জন্য প্রতিদিন ৩৫০ ডোজ টিকা বরাদ্দ ছিল। আমরা গত ৬ দিনে ২ হাজার ১০০ টিকা ডোজ টিকা দিয়েছি। বরাদ্দ শেষ হওয়ায় আপাতত আর দিতে পারছি না। সরকার আবার ঘোষণা ও বরাদ্দ দিলে আমরা টিকা দিতে পারব।
২১ নম্বর ওয়ার্ডের বাংলামোটর লিংক রোডের বাসিন্দা খোরশেদ আলম বলেন, আমি কাউন্সিলরের মাইকিংয়ের মাধ্যমে জানতে পারি এখানে টিকা দেওয়া হচ্ছে। তাই এখানে এসে টিকা নিয়েছি।
এদিকে ওই ওয়ার্ডের ভোটার হয়েও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এ বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন, এ কেন্দ্রে বরাদ্দ দেওয়া ২ হাজার ১০০ ডোজ টিকা এরই মধ্যে দেওয়া হয়েছে। ভোটার আসলেও দেওয়া হয়েছে, বাসিন্দা আসলেও দেওয়া হয়েছে। আমি সাধ্যমতো সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করেছি।
২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা না হয়েও টিকা নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. আজম সাইদ। তিনি বলেন, আমি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি প্রথমে সেখানে যাই টিকা নিতে। কিন্তু সেখানকার টিকা স্বল্পতা ও ভিড়ের কারণে এখানে আসি। এখানে টিকা পেয়েছি। ব্যবস্থাপনাও ভালো।
এইউএ/এসকেডি