তুরাগে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর তুরাগের খানটেক এলাকায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুলতানা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক জানান কিশোরী আগেই মারা গেছে।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা চা ভাই-বোন। সুলতানা আমাদের একমাত্র বোন ছিল। তাকে জ্বীনে ধরত। কথায় কথায় সে রেগে যেত। কবিরাজ দেখিয়ে তাকে আবার শান্ত করা হতো। এর আগেও সে অনেক বার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তাকে আমরা সব সময় চোখে চোখে রাখতাম।
তিনি আরও বলেন, সোমবার মায়ের সাথে রান্না করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতে সে গলায় ফাঁস দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুল বলেন, বর্তমানে আমরা তুরাগের খানটেক এলাকায় ভাড়া থাকি। বাড়ি সুনামগঞ্জ জেলায়। আমার বাবার নাম আজিজুর রহমান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তুরাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এসএএ/এইচকে