প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া থেকে জিসানুল ইসলাম আকাইদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটির নিহত হওয়ার কারণ জানতে পারেনি পুলিশ।

তবে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খিলগাঁও এলাকার নন্দীপাড়ার ২ নম্বর রোডের নির্মাণাধীন ভবনের ২য় তলা থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে জিসান নিখোঁজ ছিল। আজ উদ্ধার করা হয়। মরদেহে প্রাথমিক সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। শিশুটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। আশা করি, তদন্তে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে। 

শিশুটির বাবা আব্দুল মালেক ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৩টায় আমার ছেলে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। পরে খিলগাঁও থানায় অপহরণ মামলা (মামলা নং-১১) দায়ের করি।

তিনি আরও জানান, পুলিশ সিসিটিভি ফুটেজে দেখেছে আমার ছেলেকে রিকশায় তুলে নিয়ে গেছে। আজ পুলিশ আমাকে খবর দেয়। একটি ভবনের ২য় তলায় আমার ছেলেকে মেরে লুকিয়ে রেখেছে। আমি আমার কলিজার টুকরাকে শনাক্ত করেছি। 

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায়, একজন শিশুটিকে রিকশায় তুলে নিয়ে যাচ্ছে।  আজ সকালে খবর পেলাম খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় একটি ভবনের ২য় তলায় একটি শিশুর লাশ পাওয়া গেছে। আমরা শিশুটির বাবাকে খবর দিলে তিনি লাশ শনাক্ত করেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারিনি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। 

এমএসি/এসএএ/এইচকে