করোনা নেগেটিভ হওয়ায় মানসিক প্রশান্তি পাচ্ছি : কবি হেলাল হাফিজ

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন জনপ্রিয় কবি হেলাল হাফিজ। করোনা মহামারির এই সময়ে শরীরে জ্বর আসায় কিছুটা ভয়ও পেয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা মানসিক প্রশান্তির মধ্যে আছেন।

রোববার (৮ আগস্ট) দুপুরে টেলিফোনে শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টর সঙ্গে আলাপকালে কবি হেলাল হাফিজ বলেন, বয়স হয়েছে। শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। ফলে মাঝে-মাঝেই শারীরিক সমস্যা দেখা দেয়। কিন্তু গত কয়েকদিন ধরে শরীরে জ্বর আসায় কিছুটা ভয়ে ছিলাম। আজকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এখন মানসিক প্রশান্তিতে আছি।

রাজধানীর একটি হোটেলে নিজের বসবাসের কথা জানিয়ে হেলাল হাফিজ বলেন, একা থাকি। নিজের সবকিছু নিজেকেই করতে হয়। বয়সের কারণে এখন চলাফেরা করতেও কষ্ট হয়।

কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে উল্লেখ করে এই কবি বলেন, এগুলোর জন্য হাসপাতালে ভর্তিও হওয়া লাগতে পারে। কিন্তু এখন কোভিডের সময় হাসপাতালে যেতেও ভয় লাগে। ডাক্তারও নিষেধ করে। তারপরও হাসপাতালে যোগাযোগ করছি, দেখি কবে ভর্তি হওয়া লাগে। 

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয় ১৯৮৬ সালে। কবিতার জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন জনপ্রিয় এই কবি।

এএইচআর/জেডএস