বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের জন্য সরকার ঢাকায় একটি সাময়িক আবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শোকের মাস শুরু উপলক্ষে রোববার (১ আগস্ট) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান মন্ত্রী। সোমবার (২ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দফতর থেকে এ ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘আমরা বিদেশগামী কর্মী কিংবা বিদেশফেরত কর্মী যারা ঢাকার বাইরে থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে যাবেন তাদের জন্য ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি।’

এ সময় ইমরান আহমদ জানান, প্রবাসী কর্মীদের জন্য ঢাকার ভাটারায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

প্রবাসী কর্মীদের নিয়ে সরকারের আরেকটি পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। ইমরান জানান, বিভিন্ন দেশ থেকে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে কিছু টাকা রেখে তার সঙ্গে সরকারের প্রণোদনা যোগ করে একটি সেভিংস তহবিল গঠন করার কথাও ভাবছে সরকার।

বিদেশ গমনেচ্ছুদের দেশে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার অনুরোধ করার পাশাপাশি দালালের মিথ্যা খপ্পরে পড়ার বিষয়ে সতর্ক করেন ইমরান আহমদ।

গত বুধবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রবাসীদের জন্য ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয় সেই তথ্যও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘করোনায় বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার। পাশাপাশি তাদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালেই এসব কর্মী এ সম্মানী পাবেন।’

এনআই/এসএম