বিধিনিষেধ লঙ্ঘন করায় রাজধানীতে গ্রেফতার ৩৪৫
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় সোমবার (২ আগস্ট) ৩৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ১৩৫ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।
সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় রাজধানীতে ৩৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩৬৬টি গাড়িকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপি'র ট্রাফিক বিভাগ।
এর আগে বিধিনিষেধ অমান্য করায় ১ আগস্ট (রোববার) ডিএমপি ৩০৩ জনকে গ্রেফতার করে। মোবাইল কোর্টে ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা ও ডিএমপি ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
জেইউ/জেডএস