সৌন্দর্যবর্ধন এবং উন্নয়ন কাজের জন্য বন্ধ শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক

সৌন্দর্যবর্ধন এবং উন্নয়ন কাজের জন্য দীর্ঘদিন ধরে রাজধানীর বেশকিছু পার্ক ও মাঠ বন্ধ রেখে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রঙিন টিন দিয়ে ঘিরে রেখে ভিতরে উন্নয়ন কাজ চলছে পার্ক-মাঠগুলোর। দীর্ঘদিন এগুলো বন্ধ থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। তাদের দাবি দ্রুত উন্নয়ন কাজ শেষ করে পার্কগুলো উন্মুক্ত করে দেওয়া হোক।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার পার্ক ও খেলার মাঠগুলোর দিকে নজর দেয় ডিএনসিসি। তাই লকডাউনের সুযোগে আধুনিকায়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় নতুন রূপে ২২টি পার্ক ও ৪টি খেলার মাঠের মধ্যে বেশ কয়েকটির সংস্কারের কাজ হাতে নেয় সংস্থাটি।

পার্ক ও মাঠগুলোর কাজ শেষ হলে সেখানে থাকবে হাটার জন্য ওয়াকওয়ে, সাইকেল ট্র্যাক, ফোয়ারা, শিশু খেলনা, শরীরচর্চার জন্য যন্ত্রপাতি, মহিলাদের বসার স্থান। এছাড়াও থাকবে আধুনিক ড্রেনেজ সিস্টেম। প্রতিবন্ধীদের চলাচলের জন্য পার্ক ও খেলার মাঠে থাকবে আলাদা ব্যবস্থা। সংস্কার করা এ পার্কগুলোতে বয়স্কদের পাশাপাশি থাকবে সব বয়সী মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা। থাকবে সবুজায়নের সঙ্গে বিশ্রামের ব্যবস্থা, সাইকেল প্রেমীদের আলাদা লেন। পার্কগুলোতে অধিক গাছ রোপণ করার পাশাপাশি পানি নিষ্কাশন, উন্নত টয়লেট স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। সন্ধ্যার পর নির্বিঘ্নে যাতায়াতের জন্য পার্কের ভেতর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে এ প্রকল্পের আওতায়।

আধুনিকায়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি পার্কের সংস্কার কাজ চলছে

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে গিয়ে দেখা যায়, পার্কটির চারিদিকে রঙিন টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিতরে চলছে সংস্থার, উন্নয়ন কাজ। তবে দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। তারা বলছেন, ঢাকা শহরে এমনিতেই পার্ক-খেলার মাঠের সংখ্যা কম। এরপরও যদি সংস্কারের নামে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয় তাহলে আমরা কোথায় যাবো?

পার্কের পাশের ফুটপাত ধরে প্রাতঃভ্রমণ করছিলেন নিকেতনের বাসিন্দা হাবিবুর রহমান। পার্ক বন্ধ থাকা বিষয়ে তিনি বলেন, আশপাশের মধ্যে এ একটাই পার্ক, আমরা বয়োবৃদ্ধরা থেকে শুরু করে অনেকেই এখানে সকালে বিকেলে হাঁটতাম, ব্যায়াম করতাম। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়ন কাজের জন্য পার্কটি বন্ধ রেখেছে। তারা চারিদিকে টিনের বেড়া দিয়ে ভিতরে উন্নয়ন -সংস্কার কাজ করছে। যে কারণে আমরা পার্কে ঢুকতে পারি না। আমরাও চাই পার্কের উন্নয়ন হোক, আধুনিক হোক। কিন্তু কাজ শেষ হতে যেন বিলম্ব না হয়। দীর্ঘদিন যেন পার্কটি বন্ধ না থাকে।

ব্যায়াম করতে আসা গুলশানের আরেক বাসিন্দা সাজেদুর রহমান বলেন, পার্কটি বন্ধ থাকায় আমরা এলাকাবাসীর এখন রাস্তায় হাটি। আমরা চাই জনপ্রিয় এ পার্কটির উন্নয়ন কাজ যেন সিটি করপোরেশন দ্রুত শেষ করে আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। অনেক মানুষ পার্কটি ব্যবহার করে। এটি বন্ধ থাকায় আমাদের ব্যায়াম করা, হাঁটাহাটি খুব সমস্যা হয়ে গেছে।

পার্কের চারিদিকে রঙিন টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে বেশকিছু পার্ক-মাঠের কাজ প্রায় শেষের দিকে। এগুলোর মধ্যে প্রায় তিন বছর আগেই বনানী সি ব্লক মাঠ, বনানী ২৭ নম্বর সড়কের মাঠ, লালমাটিয়া ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ মাঠ এবং ইকবাল রোডের উদয়াচল মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর কাজের মেয়াদ শেষে আবারও কিছুটা মেয়াদ বাড়িয়ে কাজ চলছে।

পার্ক-মাঠগুলোর উন্নয়ন কাজ শেষ হতে দীর্ঘদিন সময় কেন লাগছে এ বিষয়ে ডিএনসিসির পার্ক-মাঠ উন্নয়ন প্রকল্পের পরিচালক তারিক বিন ইউসুফ বলেন, এ কাজগুলো শুরু হতেই অনেক সময় লেগে গেছে। কারণ এসব মাঠ ও পার্কের নকশা প্রণয়নের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিমত নেওয়া হয়েছে। তাদের সঙ্গে পরামর্শ করে, তাদের চাহিদার কথা মাথায় রেখে কাজ চালাতে অনেকবার মতবিনিময় করতে হয়েছে। পরে কারিগরি কারণে নকশাতেও অনেক পরিবর্তন আনতে এসেছে। আশা করা যায় খুব দ্রুত এগুলোর উন্নয়ন কাজ শেষ করে উন্মুক্ত করে দেওয়া হবে।

এএসএস/এমএইচএস