শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে মুহিতের
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের বড় ভাই সম্পর্কে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি অনেক শুকিয়ে গেছেন। খাওয়া-দাওয়ার প্রতি অনীহা। কিছুই খেতে চান না। আর শ্বাস-প্রশ্বাসে অসুবিধা আছে। সিটি স্ক্যানেও অসুবিধা ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন, ২৫ শতাংশের বেশি হলে খারাপ। তিনি তার চেয়ে বেশি খারাপ অবস্থায় আছেন। কিছু খেতে পারেন না। এজন্য খুব দুর্বল।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি সাবেক অর্থমন্ত্রী গতকাল রাতে ভালো ঘুমিয়েছেন জানিয়ে মোমেন বলেন, কাল রাতে তার ভালো ঘুম হয়েছে। এর আগের রাতে তিনি ঘুমাননি। ঘুমে রাখতে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে।
গত মঙ্গলবার সাবেক অর্থমন্ত্রী মুহিতের করোনা পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার মুহিতকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। রোববার পররাষ্ট্রমন্ত্রী মোমেন সস্ত্রীক বড় ভাই মুহিতকে দেখতে সিএমএইচ যান।
সে সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, কোরবানির সময়ে মুহিত অনেকের সঙ্গে ওঠা-বসা করেছেন। সেসময় তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তার স্ত্রী ও ছেলেও করোনা পজিটিভ। ৮৭ বছর বয়সী মুহিত করোনার টিকার দুই ডোজই নিয়েছেন।
মোমেন বলেন, তিনি খুব সতর্ক। সব খোঁজখবর রাখছেন। আমি বললাম, প্রতি সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে শুনে তিনি অনেক উৎফুল্ল। তিনি বই ও পত্রিকা পড়তে চান। তা দেওয়া হয়েছে।
ছোট ভাই মোমেন আশা করেন, বড় ভাই মুহিত খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। ভাইয়ের সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন মোমেন।
এনআই/আরএইচ