ভারত থেকে এলো ২০০ টন অক্সিজেনের চতুর্থ চালান
ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে ১০টি কনটেইনারে দেশে এলো আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে চতুর্থ চালান এলো এটি।
রোববার (০১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেন চালানটি ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন দুপুর আড়াইটায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘আজকে আরও ২০০ টন অক্সিজেন বাংলাদেশে পৌঁছে গেছে। এখন প্রতি একদিন অন্তর অক্সিজেন আসছে।'
এর আগে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। এরপর ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। এ নিয়ে চার চালানে মোট ৮০০ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে পৌঁছাল।
জানা যায়, ভারত থেকে সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে চতুর্থ ট্রেনটি টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায় অক্সিজেনের ট্রেনটি।
এনআই/জেডএস