টিকা পেতে ২৪ হাজার বিদেশগামী শিক্ষার্থীর নিবন্ধন
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক ২৪ হাজার শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে চীনগামী শিক্ষার্থীদের সংখ্যা ৮ হাজার ৯৮৯ জন।
রোববার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি জানান, টিকার জন্য আবেদন করা মোট শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার। গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত টিকার নিবন্ধনে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, চীন ছাড়া টিকার জন্য কানাডাগামী ২ হাজার ৯৫৫ জন, যুক্তরাজ্যগামী ২ হাজার ১১০ জন, ভারতগামী ১ হাজার ৮৯৬ জন, জার্মানিগামী ১ হাজার ৩১০ জন, মালয়েশিয়াগামী ১ হাজার ৩১০ জন, জাপানগামী ৯৯৮ জন ও যুক্তরাষ্ট্রের ৭০৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বাকিরা অন্যান্য দেশে যাওয়ার জন্য টিকা পেতে নিবন্ধন করেছেন।
গত ১৭ জুলাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন নেওয়া শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যা ২৭ জুলাই শেষ হয়। কিছু শিক্ষার্থীদের নিবন্ধন বাকি থাকায় টিকার নিবন্ধন আরও চারদিন বাড়িয়ে শনিবার (৩১ জুলাই) শেষ হয়। সব মিলিয়ে ১৯ দিন টিকার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের নিবন্ধন নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনআই/জেডএস