ঢাকা মহানগরীসহ সারাদেশে পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কেন্দ্রগুলোর অবস্থান প্রকৃতপক্ষে দারিদ্র্যপীড়িত এলাকায় কি না- তা যাচাই করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রয়োজনে কেন্দ্রগুলো দরিদ্র মানুষ বাস করে এমন এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জুলাই) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।  

গত ২৪ জুলাই (শনিবার) থেকে রাজধানীতে পুনরায় ওএমএস কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদফতর। এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকায় ১০৫টি দোকানে ডিলারের মাধ্যমে দোকানপ্রতি দেড় মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিদিন ২০টি ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটিতে তিন মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা কেজিপ্রতি ৩০ টাকা করে দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারছেন। 

এসএইচআর/এইচকে