জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে

চট্টগ্রামে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৩০ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার  করা হয়। গ্রেফতাররা সবাই নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে যা আয় করেন রাতে জুয়া খেলে তা উড়িয়ে দেন। 

গ্রেফতাররা হলেন- মো. রাসেল মিয়া (৩৫), মো. ফয়সাল মিয়া (২৬),  নজরুল ইসলাম (৪০), মো. এলাক মিয়া (৪৩), মো. নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মো. রাজু মেলকার (৩৪), মো. আব্দুল গণি (৪৫) ও মো. বকুল ইসলাম (২০)। 
 
শনিবার (৩১ জুলাই) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় আগ্রাবাদ ডেবারপাড় একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় এই ৯ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ ভ্যানচালক, কেউ নির্মাণশ্রমিক, কেউ সবজি বিক্রেতা আর বাকিরা দিনমজুর। তারা সারাদিন যা আয় করেন, রাতে এখানে জুয়া খেলে তা ওড়ান।

সবার বিরুদ্ধে জুয়া আইনে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

কেএম/এইচকে