করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য রাশেদা ফেরদৌস। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস (৪১) করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ইমপালস হাসপাতাল স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার (৩০ জুলাই) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, গত ৫ মার্চ থেকে র‌্যাবে কর্মরত ছিলেন তিনি। রাশেদা গাজীপুরের সফিপুরে মাতৃ ইউনিট ১ নারী আনসার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। রাশেদা ফেরদৌস কোভিড-১৯ প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই র‌্যাবের চলমান সব অপারেশনাল কর্মকাণ্ডে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। 

রাশেদা ফেরদৌসের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। আজ সেখানেই তাকে দাফন করা হয়। 

জেইউ/এসকেডি