ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
জানা গেছে, সাতকানিয়া উপজেলার ধর্মপুর, কেঁওচিয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, বাজালিয়া কালিয়াইশ ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক বসতবাড়িতেও পানি ঢুকেছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা ঢাকা পোস্টকে বলেন, সাতকানিয়া উপজেলায় প্রায় ৬৫ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নে ২১ টন চাল এরই মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ২২ টন চাল পৌরসভাকে দেওয়া হয়েছে। আরও ত্রাণের জন্য জেলা প্রশাসনের কাছে চাহিদা পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার (৩০ জুলাই) জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। পানি উঠেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, চকবাজার, বাকলিয়া ও বহদ্দারহাট এলাকায়।
চট্টগ্রামের সিডিএর বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, পাঁচদিন ধরে জোয়ার ও বৃষ্টির পানিতে দুর্ভোগ পোহাচ্ছি আমরা। আজকেও বিকেলে আগ্রাবাদ, সিডিএ, হালিশহর এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠেছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২৫ দশমিক ৬ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার ৬টা পর্যন্ত চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
কেএম/এসকেডি