বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করানোয় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

তরুণীর মা ঢাকা পোস্টকে বলেন, গত বছর এইচএসসি পাসের পর তাকে সিটি কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়নি। বোনের মতো সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিল। তাকে বললাম, তোমার বাবা তো এখন চাকরি করেন না, এত টাকা দিতে পারবেন না। অভিমানে বিকেলে গোসল করতে গিয়ে বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল।  

ওই তরুণীর বাবা বলেন, আমি আগে সরকারি চাকরি করতাম। এখন অবসরে আছি। বড় মেয়ের মতো ছোট মেয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিল। কিন্তু তাকে বেসকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো টাকা আমার কাছে নেই। এ অভিমানে সে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিকেলে সেগুনবাগিচা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করায় মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/আরএইচ