পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা করেছেন ড. শামসুল আলম।

বুধবার (২৮ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি এই সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ের শুরুতেই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি মন্ত্রণালয়ের সব ধরনের কাজে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এতো বড় একটি মন্ত্রণালয়ের সঙ্গে আমি দীর্ঘ ১২ বছর যুক্ত ছিলাম। এখন নতুনভাবে নতুন দায়িত্ব নিয়ে যুক্ত হলাম। আমি যথাযথভাবে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব।

তিনি বলেন, আমি আমার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করব। আগে যেমন করেছি, এখনও সেভাবেই সহযোগিতা করব।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করব প্রকল্প বাস্তবায়নে কাজ করার। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন, প্রকল্পের কাজ যেন দ্রুত সময়ে বাস্তবায়ন হয়।

এসআর/এমএইচএস