তার পরনে ছিল গোলাপী সালোয়ার আর নীল গেঞ্জি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনের দুই তলার সংযোগ সিঁড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি এখন আছে মর্গে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তার পরনে ছিল গোলাপী সালোয়ার আর নীল গেঞ্জি।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক প্রায় ৬০ বছর।
বিজ্ঞাপন
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক বালা ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দুই তলার সংযোগ সিঁড়ি থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে। মৃত নারীর পরনে ছিল গোলাপী সালোয়ার ও নীল প্রিন্টের গেঞ্জি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আশেপাশের লোকজনের মুখে জানতে পেরেছি- ওই বৃদ্ধা ভবঘুরে ছিলেন। ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে ভাত চেয়ে খেতেন। অনেকদিন থেকে ঝুপড়ি ঘরের মতো বানিয়ে ঢামেকের নতুন ভবনের সংযোগ সিঁড়িতে থাকতেন।
এসএএ/এইচকে